হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, অতি ব্যয়বহুল ও অত্যন্ত দামী মার্কিন যুক্তরাষ্ট্রের থাড ক্ষেপণাস্ত্র ২২০০ কিলোমিটার দূরে অবস্থিত ইয়ামানীদের নিক্ষিপ্ত সুপার সোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোকাবেলায় কিছুই করতে পারছে না।
গতকাল ভোরে ( ২৩ - ১২ - ২০২৪ ) ইয়ামানের ছোড়া সুপার সোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বেশ কিছু ড্রোন বহুল আলোচিত মার্কিন থাড ও ইসরাইলের বহু স্তর বিশিষ্ট সকল ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যূহ ( আয়রন ডোম, দাউদের গুলতি বা ডেভিড'স স্লিং, অ্যারো বা তীর ২ ও ৩ ) অতিক্রম ও ভেদ করে একেবারে ইসরাইলের রাজধানী তেল আর্ রবী' অর্থাৎ তেল আবীবের কেন্দ্রস্থলে আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংস সাধন করেছে যা ইসরাইলী পত্র পত্রিকাও স্বীকার করেছে ।
ঐ হামলায় ইসরাইল বলেছে যে প্রভূত ক্ষতি সাধিত হওয়া ছাড়াও অন্তত: ৩০ জন ইসরাইলী আহত হয়েছে যাদের মধ্যে ২০ জনের অবস্থা অত্যন্ত গুরুতর ও আশঙ্কাজনক। (মার্কিন থাড প্রতিরক্ষা ব্যবস্থা )
সর্বশেষ এ হামলা সহ গত কয়েক সপ্তাহে ইয়ামান ইসরাইলে ১৯ বার সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইয়ামানের ওপর ইসরাইল , মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) ও যুরার ( যুক্তরাজ্য ) বোমাবর্ষণ ইসরাইলে ইয়ামানী হুসী আনসারুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করতে পারে নি বরং ইসরাইলে ইয়ামানীদের হামলাকে আরো উত্তরোত্তর বৃদ্ধি করেছে।
যদি ইয়ামানী সুপার সোনিক ক্ষেপণাস্ত্রকে ( ২২০০ কিলোমিটার দূরে অবস্থিত ইয়ামান থেকে ইসরাইলে পৌঁছুতে মাত্র ১১ মিনিট লাগে ) ইসরাইলী ও মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড ঠেকাতে পারছে না তাহলে ইয়ামানের চেয়ে বহুগুণ শক্তিশালী ইরানের সুপার সোনিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রকে ইসরাইল কিভাবে ঠেকাবে ? অতএব গত অক্টোবরে ( ২০২৪ ) ইসরাইলের বিরুদ্ধে ইরানের সুপার সোনিক ক্ষেপণাস্ত্র হামলা ( ওয়াদায়ে সাদেক্ব বা সত্য প্রতিশ্রুতি ২ ) যে পুরোপুরি সফল হয়েছিল তা ইসরাইলে ইয়ামানীদের সফল সুপার সোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সমূহ থেকে একদম স্পষ্ট হয়ে যায় !
রিপোর্ট: মুহাম্মদ মুনীর হুসাইন খান
আপনার কমেন্ট